মাতাল ড্রাইভারের কান্ড
শহীদুল ইসলাম প্রামানিক
মাতাল ড্রাইভার আরিচা থেকে
ঢাকার দিকে এসে
ব্রীজ ভেঙে পড়ল নিচে
মানিকগঞ্জের শেষে।
থানার পুলিশ ধরল তারে
করল জেরা শুরু
প্রশ্ন শুনে মাতাল ড্রাইভারের
কুঁচকে উঠল ভুরু।
বলছে মাতাল, কি বলব স্যার
বাস ছিল যে বায়ে
টেম্পু, রিক্সা সাইড দিয়েছে
মানুষ হাঁটছে পায়ে।
সব কিছুকে সাইড দিয়ে
সামনের দিকে যাচ্ছি
হঠাৎ করে ব্রীজ এলো
কি করবো তাই ভাবছি।
ব্রীজটাকে সাইড দিয়ে
ডাইনে গেছি যেই
তার পরেতে কি হয়েছে
আরতো মনে নেই।
মাতাল থাকায় ওই সময়ে
হুশ ছিল না স্যার
এখন দেখি হাসপাতালে
ভাঙা দেহের হাড়।
100 total views , 1 views today
Recent Comments