ভবিষ্যতের নববর্ষ
শহীদুল ইসলাম প্রামানিক
রমনা পার্কের বটমুলে
হিহি হাহা হাসি
সানকির ভিতর পান্তা নিয়ে
খাচ্ছে পঁচা বাসি।
বাংলা বর্ষ পালন করতে
‘নো প্রবেলেম’ তাই
লাল-সাদা আজ শাড়ী পরতে
কারোই লজ্জা নাই।
কিন্তু যখন কালকে দেখবো
প্যান্টের সাথে জামা
সিগেরেটের উড়িয়ে ধুঁয়ো
হাঁটবে বিলেত বামা।
নববর্ষেই বাঙলার বধু
অন্য সময় মেম
পান্তা তখন বস্তির খাবার
দেখলে বলবে সেম।
বাংলার পান্তা বাঙালীরা
খায় যদি ভাই কিনে
ভবিষ্যতে অতীত বাংলা
দেখতে হবে ঐ দিনে।
আজকে যখন ব্যান্ড সঙ্গীতে
মাতাল যুবক ভাই
ভবিষ্যতে দেখবো তখন
পল্লী গান আর নাই।
Recent Comments