ব্যাঙে বাজায় ঢোল
শহীদুল ইসলাম প্রামানি
মেঘ গুড় গুড় আকাশ দেখে
ব্যাঙে বাজায় ঢোল
তাই না দেখে খেঁকশিয়ালে
করছে গন্ডগোল।
চামচিকেরা বাদ্য বাজায়
ঝিঁ ঝিঁ বাজায় বাঁশি
আষাঢ় মাসে পানির পরে
ব্যাঙের অট্টহাসি।
সন্ধ্যা বেলায় করতাল বাজায়
পাখপাখালি মিলে
হঠাৎ করে ছোঁ মেরে ভাই
ব্যাঙ নিয়ে যায় চিলে।
ছবি ঃ ইন্টারনেট
394 total views , 1 views today
Recent Comments