দাউদ কান্দির হকার
শহীদুল ইসলাম প্রামানিক
চাঁটগায়েতে আসা যাওয়ায়
দাউদ কান্দির ঘাটে
অনেক লোকে মান হারাতো
পড়লে হকার বাটে।
ভাল কমলার দাম মিটিয়ে
দিত অর্ধেক পঁচা
আনারসটার ভিতর নরম
তাজা থাকতো কচা।
বাদাম কিনলে ওজেনেতে
দিত অনেক কম
বললে পরেই চোখ রাঙিয়ে
ধরতো টিপে দম।
খাবার খেলে বলতো যাহা
নিত অনেক বেশি
দাম মিটাতে অনেক যাত্রীর
চলতো রেষারেশি।
এপার ওপার দুই পারেতে
হকার ছিল ভরা
বাচ্চা বাচ্চা হকারগুলোর
মেজাজ ছিল কড়া।
সব হকারদের ছিল সেথায়
বিশাল বড় জোট
ঝগড়া লাগলেই যাত্রীর উপর
নিতো যে এক চোট।
বেয়াদবীতে সেরা ছিল
ছিল না তো ডর
বুড়ো বয়েসী যাত্রীর গালে
কষে মারতো চর।
যাত্রা পথে অনেক যাত্রী
মুছতো চোখের পানি
বিচার চাইলে মান-সম্মানে
লাগতো টানাটানি।
ব্রীজ হওয়ায় সেই হকারদের
আর ক্ষমতা নাই
বিড়াল হয়ে ঢাকা শহরে
রিক্সা চালায় তাই।
কচা = কচি ডাটা
অর্থাৎ আনারসের ডাটা তাজা থাকলেও ভিতরটা পঁচা থাকতো।
ছবি ঃ ইন্টারনেট
Recent Comments