ঈদের গরু
শহীদুল ইসলাম প্রামানিক
লাল সালু আর রঙিন মালা
গরুর গলায় দিয়ে
দালাল কতক বসে আছে
হাটের মাঝে গিয়ে।
দ্বিগুণ তিনগুণ দাম হাঁকিয়ে
ক্রেতার দিকে চায়
অর্ধেক বললেও ঐ দামেতে
মুনাফা অনেক পায়।
ঈদের গরু কিনতে গিয়ে
ওজন করে না কেউ
গরুর সাইজ ভালো হলেই
উঠে খুশির ঢেউ।
হাজার টাকা কেজি দরে
কোরবান গরু কেনে
রসি লাগিয়ে গরুর গলায়
আনে টেনে টেনে।
নাদুস নুদুস গরু হলে
খুশির সীমা নাই
ইনজেকশনের গরু হওয়ায়
মরে অর্ধেক তাই।
Recent Comments