বিয়ের ইন্টারভিউ
শহীদুল ইসলাম প্রামানিক
পাত্রী দেখতে যাচ্ছে তিনজন
হ্যাবলার হবে বিয়ে
বিকাল বেলা উঠলেন তারা
কনের বাড়ি গিয়ে।
কনের মুখটা দেখার পরে
হ্যাবলার বাপে কয়
দেখতে শুনতে ভালই লাগে
পাত্রী খারাপ নয়।
অন্য লোকে বলছে তখন
প্রশ্ন-ট্রশ্ন করেন
রান্না-বান্না আদব-লেহাজ
এসব কিছু ধরেন।
হ্যাবলার বাপে ভ্যাবলা মানুষ
প্রশ্ন করল যেই
কনের মেজাজ তিরিক্ষি তখন
বলল নিমেষেই।
বলল ভ্যাবলা, ডাল রান্নাতে
লবন লাগে কত?
তিন বলদে খাওয়ার সময়
লবন খায় যত।
রান্নার সময় মাংস পোলাও
কেমনে ধুতে হয়?
আহাম্মকরা তাদের ইচ্ছায়
যেমনে ধুতে কয়।
যাউ-খিচুরী, ভাত-তরকারী
কোনটা সহজ রান্না?
যেই খাবারটা সামনে দিলে
কেউই খেতে চান না।
নতুন লোকের সামনে গেলে
লজ্জা লাগে কেমন?
হঠাৎ করে আমার সামনে
আপনার লাগছে যেমন।
উত্তর শুনে হ্যাবলার বাপে
খুশি হয়ে কয়
সব বিষয়ে অভিজ্ঞতা
মোটেই খারাপ নয়।
এমন পাত্রীই চাচ্ছি মোরা
খুঁজছি হয়ে হন্যে
এটাই হবে হ্যাবলার জন্যে
উপযুক্ত কন্যে।
ছবি ঃ গুগল
Recent Comments