বাদর ছেলের মা
শহীদুল ইসলাম প্রামানিক
হোক না ছেলে তার শ্রেষ্ঠ বাদর
তারপরেও কমে না মায়ের আদর
ছেলের কারণে মা যত থাক দুখে
অভিশাপ নাই তার কখনও মুখে।
অসুখ বিসুখ হলে কত সারারাত
জেগে থাকে সারাক্ষণ যায় না তফাৎ
ছেলের কারণে মা কত খায় মার
তারপরেও কাছে কাছে থাকে ছেলেটার।
নিজে কত না খেয়ে ছেলেটির মুখে
খাবার খাইয়ে দেয় কত যে সুখে
ক্ষুধার কারণে মায়ের মুখে নাই হাসি
তারপরেও বুকে চেপে বলে ভালবাসি।
সেই আদর বুঝেনাকো বড় হয়ে ছেলে
ভুলে যায় খেলাধুলার কোন সাথি পেলে
মা কিন্তু ভুলে না ছেলেটার সুখ
ছেলের সুখে মায়ের ভরে যায় বুক।
কখনও ছেলে তার গেলে দূরে সরে
পথ পানে চেয়ে থাকে সারাদিন ধরে
এলে পরে খুশি মনে খেতে দেয় ভাত
ছেলে হারা মায়ের যেন হয় না প্রভাত।
ছবি ঃ ইন্টারনেট
208 total views , 1 views today
Recent Comments