জন্মের পরেই ঋণের বোঝা
শহীদুল ইসলাম প্রামানিক
প্রত্যেক শিশু জন্ম নিচ্ছে
ঋনের বোঝা নিয়ে
দেশের সকল দায় দেনা যে
পড়ছে ঘাড়ে গিয়ে।
জন্মের আগে যে শিশুরা
খায়নি খাবার কিছু
তারপরেতেও ঋণের বোঝা
পরলো মাথা পিছু।
ভোগ বিলাসে থাকলো যারা
তাদের ভোগের ঋণ
আতুর ঘরেই সব শিশুদের
বাড়ছে প্রতিদিন।
সুখের ভাগী না হতে রে
ঋণের ভাগী হলো?
বিনা কারণেই জন্ম নিয়ে
ঋণের বোঝায় ম’লো।
Spread the love
Recent Comments