ভোট প্রার্থীর নামায
শহীদুল ইসলাম প্রামানিক
ভোটের প্রার্থী যাচ্ছে ট্রেনে
ফাস্ট ক্লাসে বসে
হঠাৎ করে ধর্ম পালন
পড়ছে নামায জোসে।
দুপুর বেলা পড়বে নামায
অযুর নাইকো পানি
নাময সময় পার হয়ে যায়
লাগছে টানাটানি।
হঠাৎ করে মনে হলো
অযু তৈমুমের কথা
ধুলোবালির নাইরে অভাব
আছে যথাতথা।
নিয়ম কানুন জানে না সে
কেমনে তৈমুম করে
প্রার্থী হয়ে পড়ছে নামায
জনগণের ডরে।
খামছা খানেক ধুলো নিযে
টয়লেট রুমে ঢুকে
অজুর মতই করল কুলি
ধুলো ঢুকিয়ে মুখে।
কোট-টাই তার পরনে ছিল
মুখে ধুলো বালি
পাগল ভেবে সব যাত্রিরা
দিল আচ্ছা গালি।
যতই বুঝায় পাগল নই ভাই
নামায পড়তে গিয়ে
পানি ছাড়া অজু করেছি
ধুলা বালি দিয়ে।
সবাই জানে অজুর দ্বারা
হয়রে পরিস্কার
অজু করেতে ধুলো খেয়েছে
মানতে চায় কি আর।
নাক মুখ ভরা ধুলা বালি
পরনে দামী জামা
চোখ রাঙিয়ে বলছে কেহ,
“ঘড়টা ধরে নামা”।
মাঝ পথেতে নামিয়ে দিল
ধাক্কা দিয়ে তারে
অজু, তৈমুমের ভিন্ন নিয়ম
বুঝল হাড়ে হাড়ে।
মোদের দেশেও এমন প্রার্থী
অনেক আছে ভাই
ভোটের সময় নামায পড়ে
অন্য সময় নাই।
Recent Comments