মাফ করে দে মাগো আমায়
শহীদুল ইসলাম প্রামানিক
তোমর গায়ে জ্বর দেখে মা
ঔষধ কিনব বলে
বেতন নিতে গার্মেন্টস এলাম
সকাল বেলা চলে।
কিন্তু মাগো ভাগ্য খারাপ
হলোনা ঔষধ কেনা
তোমার কাছে এই জীবনে
রইলাম বুঝি দেনা?
বেতন পাওয়ার আগেই মাগো
মরছি বিল্ডিং ধ্বসে
সাত দিন হলো আটকা আছি
ধ্বংসের তলায় বসে।
নিকোষ কালো অন্ধকার মা
পৃথিবীর নাই চিন
কিছুই হেথায় যায় না বোঝা
রাত্রী কিংবা দিন।
দানা-পানি নাই গো মা
গলা শুকিয়ে কাঠ
বুকটা যেন যাচ্ছে ফেটে
চৈত্র মাসের মাঠ।
উঠতে বসতে পারছি না মা
ছাদটা নাকের পর
চিৎ হয়ে যে আছি শুধু
পিঠের উপর ভর।
হাতটা আমার আটকা আছে
অন্য লাশের নিচে
গায়ের শক্তি যা ছিল মা
আজকে হেথায় মিছে।
চলন শক্তি নাই তো দেহে
নিস্তেজ হয়ে আছি
জানিনা মা আর কতক্ষণ
এই ভাবেতে বাঁচি?
লাশের গন্ধে যায়না টেকা
নিঃশ্বাস নিতে কষ্ট
আস্তে আস্তে দম বন্ধ মা
মরণ যে স্পষ্ট।
বাঁচতে আমি পারছি না মা
প্রাণ রাখা যে ভার
মাফ করে দে মাগো আমায়,
দেখা হবে না আর।
(রানা প্লাজা ধ্বংসের পরে ছড়াটি লিখেছিলাম।।
Recent Comments