ইলিশ কথন
শহীদুল ইসলাম প্রামানিক
ঘাস খায় না চাষ হয় না
মাছটা হলো দেশি
ঔষধপত্র কিছু লাগে না
দামটা কেন বেশি?
খড়, ভুষি যে কিছু খায় না
খায় না ক্ষেতের ধান
বিনা পয়সায় বড় হলেও
বিশ^ জোড়া মান।
নদীর জলে বসত করে
নদীর জলেই খাওয়া
জাল ফেললেই বিনা পয়সাই
যাচ্ছে ইলিশ পাওয়া।
সেই ইলিশটাই বাজার নিয়ে
চড়া দামে বেচে
দামটা একটু কম কললেই
বত্রিশ দাঁত খেচে।
দাঁত খিচুনি খাওয়ার পরও
কিনছে অনেক লোক
মাছ ছাড়া যে জামাই বেজাড়
শ্বাশুড়ি করছে শোক।
Recent Comments