ভাত ঠান্ডা বউ গরম
শহীদুল ইসলাম প্রামানিক
সংবাদপত্রে চাকরী করি
নাই তো সকাল সাজ
রাত্রি জেগে ডিউটি করা
নিত্য মোদের কাজ।
গভীর রাতে বাড়ী ফিরি
বলতে লাগে শরম
খাওয়ার টেবিলে ভাত ঠান্ডা
বউয়ের মেজাজ গরম।
তার পরেতেও চাকরি করি
বেতন টানাটানি
মেজাজ থাকলেও চাকরির ভয়ে
মেজাজ করি পানি।
কিন্তু যদি জোর গলাতে
মাসিক বেতন চাই
পরের দিনই পত্র আসে
চাকরি তোমার নাই।
কি আর বলবো বাস্তব কথা
আছে অনেক শেখার
চাকরি করেও ভাত পাই না
অর্ধেক থাকি বেকার।
(সংবাদ পত্র কর্মীরা কত কষ্ট করে পত্রিকায় কাজ করে মানুষের কাছে সংবাদ পৌঁছে দেয় সেই বিষয়টি তুলে ধরার জন্য ছড়াটি ২০১৩ সালে সাংবাদিক, শ্রমিক, কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির ঐক্য আন্দোলনে প্রেস ক্লাবের সামনে বক্তৃতায় পাঠ করার জন্য লেখা।)
ছবি ঃ ইন্টারনেট
Recent Comments