কমলাপুরের হোটেল
শহীদুল ইসলাম প্রামানিক
রেল গাড়িতে ঢাকায় এলে
কমলা পুরে নেমে
ক্ষুধার চোটে গ্রামের লোক
উঠতো তারা ঘেমে।
পশ্চিম পাশে কয়টি হোটেল
খোলা সারা রাত
সেই হোটেলে হাপুস হুপুস
খেত তারা ভাত।
গাঁয়ের মানুষ সহজ সরল
বুঝতো নাকো তাই
খাওয়ার পরেই ফেঁসে যেত
তর্কের সুযোগ নাই।
খাওয়ার আগে অর্ধেক দাম
খাওয়ার পরে দ্বিগুন
দাম দিতে ভাই অনেক লোকের
মাথায় উঠতো আগুন।
প্রতিবাদ কেউ করলে পরে
রক্ষা নাইকো তার
চর থাপ্পরে আর ঘাড় ধাক্কাতে
খোতো জন্মের মার।
ঢাকা শহরে এসেই তাদের
পকেট হতো খালি
অন্যায় করেও হোটেল বয়রা
উল্টো দিত গালি।
এখন এসব আছে কিনা
জানি নাকো ভাই
অনেক আগে দেখেছিলাম
লিখে গেলাম তাই।
Recent Comments