রাজা ও উমেদার
শহীদুল ইসলাম প্রামানিক
রাজা মশায় খেতে বসেছেন
সাথে উমেদার
রাজা মশায় যাহাই বলেন
তিনগুণ করেন তার।
খাবার খেতে খানসামারা
পটল দিল পাতে
মাছের সাথে আর কিছু নয়
ঝোল দিয়েছে তাতে।
পটল দেখে বলল রাজা,
‘পটল নয়রে ভালো’
রাজার তিনগুন মন্দ বলেই
উমেদারের মুখ কালো।
“পটল একটা সব্জি নাকি
এইটা কেমনে খায়?
এমন সব্জি রাজার পাতে–
করছে হায়! হায়!! হায়!!!”
পটল খেয়ে বললেন রাজা,
“পটল খারাপ নয়
মাছের সাথে রান্না করলে
ভালই মজা হয়”।
রাজার মুখের প্রশংসাতে
বলছে উমেদার,
“পটলের মতো সুস্বাদু যে
সব্জি নাইকো আর”।
উমেদারের এমন কথায়
বলল রাজা রেগে,
“এই মুহুর্তে সামনে থেকে
যাবে দূরে ভেগে”।
“তোমরা মশাই কেমন মানুষ
নিজের নাইকো গুণ
আমি রাজা যাহাই বলি
তাহাই বল তিন গুণ”।
রাজার কথায় উমেদারে
বলছে তোয়াজ করে
কাচুমাচু ভাবটা নিয়ে
চাকরী যাওয়ার ডরে।
“পটল-সব্জির নই তো গোলাম
গোলাম যে আপনার
প্রশংসাতেই দিন কাটে মোর
কাজ নাই তো আর”।
“আপনার মনের ভাবটা মোরা
সবসময় যে স্মরি
যেই কথাতে আপনি খুশি
সেইটা তিনগুণ করি”।
“যোগ্যতা মোর তোয়াজ করা–
আর দিবেন না লাজ
এই মুহুর্তে চাকরী গেলে
কোথায় পাবো কাজ”?
ছবিঃ গুগল
Recent Comments