রাজনীতির কিল

শহীদুল ইসলাম প্রামানিক
হকার থেকে হিরো আলম
হিরো থেকে নেতা
ভোটের মাঠে কিল খেল সে
জবাব দেবে কে তা?
সব্বাস তুমি হিরো আলম
সাব্বাস তোমার দিল
রাজনীতিতে এসেই তুমি
খাচ্ছ সদাই কিল।
কিলটা খেলেও লজ্জা নয়রে
এটাই যে রাজনীতি
দু’চার দশদিন কিল খেলে পর
কাটবে তখন ভীতি।
ভাসানীও তো মার খেয়েছে
মুজিব ছিল জেলে
আগর তলার মামলা দিয়ে
মারছে মাটিত ফেলে।
আইয়ুব খানের হুলিয়া জারি
সবাই থা্কতো ডরে
গ্রেফতার আর মারের ভয়ে
কেউ থাকতো না ঘরে।
অনেক নেতাই আন্দোলনে
খেত কত কিল
এর পরেতেও রাজনীতিতে
দেয়নি তারা ঢিল।
ধরতো পুলিশ মারতো পেটন
গাড়িত তুলতো ঠেলে
কোর্ট কাচারির পর্ব শেষে
ভরতো নিয়ে জেলে।
সেসব কথা স্মরণ করেই
রাজনীতিটা করবে
বিনা দোষেই অনেক থাপ্পর
ঘড়ের উপর পরবে।
এসব নিয়ে হিরো আলম
পাচ্ছো কেন ভয়
রাজনীতিতে কিল না খেলে
রাজনীতিক কেউ হয়?
Recent Comments