মুরগী চোরের প্রশ্ন
শহীদুল ইসলাম প্রামানিক
মুরগী চোর ধরা পড়েছে
রক্ষা নাই তো আর
সবাই মিলে ওই চোরকে
দিচ্ছে ভীষণ মার।
মার খেয়ে সেই মুরগী চোরে
কাঁদতে কাঁদতে কয়,
এই সমাজে সব চোরের কি
ন্যায্য বিচার হয়?
ছোট্ট একটি মুরগীর বাচ্চা
করেছিলাম চুরি
তাতেই তোমরা ঘাড়টা ধরে
দিলে লাত্থিগুরি।
কিন্তু যারা এই সমাজের
অনেক বড় চোর
দেশের সম্পদ লোপাট করে
কোটি টাকা খোর।
চুরি করার পরেও তারা
উপর তলায় থাকে
চোর নামেতে কখনও কি
ডাকতে পারো তাকে?
কিংবা কভু কানটা ধরে
দিয়ে লাত্থিগুরি
জিজ্ঞেস করতে পারো তারে
কেন করলি চুরি?
বড় চোররা বড় বলে
কেউ বলে না কিছু
চুরির দায়েও এই সমাজে
হয়না মাথা নিচু।
কিন্তু আমরা পেটের দায়ে
চুরি করি বলে
তাতেই তোমরা বেদম পেটাও
কানগুলো দাও মোলে।
এই না বলে কাঁদতে কাঁদতে
প্রশ্ন করল তাই,
“মুরগী চোরের কঠিন শাস্তি
বড়দের ক্যান নাই”?
Recent Comments