ব্লগারদের আজকের পুণর্মিলনীতে (বাংলা ব্লগ দিবস ২০১৮)
শহীদুল ইসলাম প্রামানিক
ব্লগারদের পুণর্মিলনী
ছিলাম অনেক লোক
খানাপিনার ভালো আয়োজন
খেলাম কয়েক ঢোক।
পরীবাগের পীরের গলি
ঠিকানা ছিল সেথা
এত কাছে ছিল আয়োজন
জানতো এসব কে তা!
কাভাসহ অনেক জনই
ছিলেন উপস্থিত
সবাই যেন ছিলেন সেথায়
আনন্দ ভরা হৃদ।
বুড়ো-জোয়ান চ্যাংড়া-তরুণ
নাই তো ভেদাভেদ
কেউ করে নাই কারো প্রতি
আক্ষেপ কিংবা খেদ।
চেনাজানা যতই থাকুক
মুখ দেখিনি কভু
এমন লোকদের দেখা পেয়ে
মন ভরেনি তবু।
অল্প সময় ছিলাম সেথায়
সময় ছিল কম
তাইতো মনে আফসোস থাকবে
বছর জুড়ে হরদম।
সবার মাঝেই খুশির জোয়ার
জোয়ার চারিদিকে
ব্লগারদের আনন্দের কথা
কেমনে বুঝাই লিখে?
প্রতি বছর এমনভাবে
হয় যদি অনুষ্ঠান
পুণর্মিলনীর আয়োজনে
নাচবে সবার প্রাণ।
(ছবি ঃ ব্লগার নিহাহ০৯)
(পুণর্মিলনীতে সিনিয়র, জুনিয়র, তরুণ, বয়স্ক অনেক ব্লগার উপস্থিত ছিলেন, অনেক ব্লগারের নাম না জানায় সঙ্গত কারণে ছড়ায় চেনা ব্লগারদেরও নাম উল্ল্যেখ করা সম্ভব হলো না।)
Recent Comments