বসন্তের ভালবাসা
শহীদুল ইসলাম প্রামানিক
সকাল থেকে বসেছিনু পাইনি তোমার দেখা
মনের দুখে তাই তো আজি চিঠিখানি লেখা
কোথায় আছ, কেমন আছ, জানিনা তো কিছু?
দেখলে পরেও সাধ মেটেনা তাই তো ঘুরি পিছু।
ভুল বুঝোনা সখি তুমি একটি গোলাপ ফুল
ফাগুনের এই বসন্তেতে ভাঙতে পারে ভুল।
ফুল হাতে তাই একা একা ঘুরছি বনে বনে
তোমার মুখের রাঙা হাসি পড়ছে সদা মনে।
অতীত দিনের সকল কথা যাইনি তো আর ভুলে
কাছে পেলেই সকল কথা বলবো তোমায় খুলে।
পাই যদি গো তোমায় কাছে দেখবে করুণ সুর
হৃদয় কত কাছে রেখেছি যদিও অনেক দূর।
দূরে থেকেও তোমায় আমি বাসছি ভাল তাই
তুমি ছাড়া হৃদয়েতে আর তো কেহই নাই।
১৪-০২-২০১৩
সেগুন বাগিচা
সকাল ১১টা
Recent Comments