বর্তমানে ফাঁস বেড়েছে

শহীদুল ইসলাম প্রামানিক
বিশ্ব জুড়ে ফাঁস কথাটা
অনেক গেছে বেড়ে
ফাঁসের জ্বালায় কেউবা কাঁদে
কেউবা আসে তেড়ে।
ফাঁস নিয়ে তাই উপহাস নয়
বাস্তবে যা ঘটে
সত্য মিথ্যা যাই হোক না
ফাঁস সমস্যা বটে।
মনের কষ্টে অনেক লোকে
গলায় দেয়রে ফাঁস
মরার পরে মানুষ নয়রে
হয়ে যায় সে লাশ।
তাইতো মানুষ ফাঁসের কথা
কেউ বলে না ফাইন
তারপরেতেও ফাঁসি দেয়া
কোর্ট কাচারির আইন।
চোর-ডাকাতও ভয়ে কাঁপে
ফাঁসের কথা শুনলে
তাজা ধরেও প্রাণ থাকে না
ফাঁসির সময় গুনলে।
বউয়ের হাতে কিল খেলে পর
ফাঁস করে না কেউ
মনের মধ্যে যতই উঠুক
জ্বালাতনের ঢেউ।
ঘরের কথা পরে জানলে
হয়রে সর্বনাশ
সেই কারণে গোপন কথা
কেউ করে না ফাঁস।
কিন্তু এখন ফাঁস কথাটা
অন্য অর্থে হচ্ছে
ফাঁসের ঠেলায় পাস বেড়েছে
সেইটা সবাই কচ্ছে।
শক্ত জালেও মাছ আটকে না
বড় ফাঁসের বেলায়
তেমনি ভাবে হচ্ছে যে পাস
প্রশ্ন ফাঁসের ঠেলায়।
প্রশ্নই শুধু ফাঁস নয়রে
অন্য ফাঁসও আছে
সেই কারণে সবই তুচ্ছ
ফাঁস কথাটার কাছে।
ছবিঃ গুগল
Recent Comments