ফরমালিনের রাজ্য
স্বপ্নে দেখি চলে গিয়েছি
ফরমালিনের রাজ্যে
যাওয়ার পরে থমকে গেলাম
রাজা-প্রজাদের কার্যে।
গোটা দেশটায় কানায় কানায়
ফরমালিনে ভরা
হেথায় হোথায় অনেক মানুষ
পড়ে আছে সব মরা।
তাই না দেখে রাজা মশায়
ফরমান করলেন জারী
গুড়িয়ে ফেল ফরমালিনবাজ
রাজ্যে তাড়াতাড়ি।
যেই না বলা অমনি দেশে
হুকুম তামিল হলো
ফরমালিনের কারবারী সব
ফাঁসির কাষ্ঠে ম’লো।
ফরমালিন নাই সবাই খুশি
খুশি হলেন রাজা
সারা রাজ্যে শাক-সব্জি-ফল
খাচ্ছে তাজা তাজা।
দু’দিন পরেই দেশের মানুষ
কেমন কেমন করছে
টাটকা খাবার খাওয়ার পরও
নানান রোগে ধরছে।
ব্যাধি ব্যামো বাড়ছে শুধু
থাকছে সবাই শুয়ে
তরুণ-জোয়ান বালক-বৃদ্ধ
হাঁটছে নুয়ে নুয়ে।
ভাবছে সবাই ফরমালিন নাই
রাজ্যের একি দশা
জোয়ান-বৃদ্ধ বালক-তরুণ
ঘরের কোনায় বসা!
রাজা মশাই হুকুম দিলেন,
“ডাক্তার আনো ডেকে
কি কারণে এমন হলো
অপরাধ করল কে কে”?
ডাক্তার মশাই পরীক্ষা করে
বলল ডেকে, “হুজুর,
এই মুহুর্তে ফরমালিন চাই
সবার দেহে প্রচুর”।
“সারা জীবন খাওয়ার পরে
ফরমালিনের দেহ
কেমিক্যাল ছাড়া বাঁচবে না আর
এই রাজ্যেতে কেহ”।
“সেই কারণে দেহের মাঝে
উল্টা এ্যাকশন হচ্ছে
ফরমালিনের অভাব হওয়ায়
এমনি এমনি মরছে”।
আবার রাজা হুকুম দিলেন
চব্বিশ ঘন্টার ভিতর
সব খাবারে ফরমলিন খাও
ভদ্র কিংবা ইতর।
রাজার হুকুম পালন করতে
দাঁড়িয়ে গেলাম যেই
ধমক খেয়ে ঘুমটা আমার
ভাঙল নিমেষেই।
তাকিয়ে দেখি ডাকছে গিন্নি
হায়রে বিধি বাম
তিন মাস আগে কিনে রাখা
কেটে এনেছে আম।
অনেক আগে আম কিনেছি
কেমনে থাকল তাজা
বলেন তো ভাই এই অপরাধে
কাকে দিব সাজা?
Recent Comments