পিয়াজের ঝাঁজ
(আজ আমার জন্মদিন মনে ছিল না গুগল মামা মনে করে দিয়েছে।)
শহীদুল ইসলাম প্রামানিক
হুট করে পিয়াজের
বাজারেতে চড়া দাম
দোকানিদের হাঁকডাক
গরিবের ঝরে ঘাম।
দেশি পিয়াজ বেশি মজা
দাম শুনে জ্বলে চোখ
পিয়াজ বাজারে গিয়ে
ক্রেতা শুধু কামড়ায় নোখ।
ভারতের পিয়াজগুলো
খেতে লাগে মিস্টি
তারপরেও মহাজনের
এর প্রতিই দৃষ্টি।
কে কোথা কাঠি নাড়ে
হুট করে বেড়ে যায়
পিয়াজ ছাড়া জনগণ
মুখ বুঁজে ভাত খায়।
সরকারও দিশেহারা
পিয়াজের ঝাঁজেতে
পুলিশ নেমেছে মাঠে
দাম কমার কাজেতে।
তারপরও বাড়ে দাম
সিন্ডিকেটের জুড়ি নাই
তাদের হাতে বাজার দর
আমরা শুধু কষ্ট পাই।
পিয়াজের ঠেলাতে আজ
জীবনটাই পিয়াজময়
আগামীর দিনগুলোয়
জানি না ভাই কি যে হয়!
ছবি ঃ অন্তর্জাল
Recent Comments