ছারপোকা, মশার টানাটানি
শহীদুল ইসলাম প্রামানিক
সমুদ্র সৈকত দেখতে গিয়ে
ছিলাম হোটেল ঘরে
ভোটকা পঁচা গন্ধের জ্বালায়
মরতে ছিলাম ডরে।
লেপ-তোষক যে ছেঁড়া ছেঁড়া
বিড়ি তামাকের গন্ধ
শোয়ার পরেই মনে হলো
দম হবে মোর বন্ধ।
তারপরেতেও চিৎ হয়ে যে
রইলাম সেথা শুয়ে
পিনের খোঁচায় লাফিয়ে উঠছি
কাঁথা বালিশ থুয়ে।
ছারপোকারা টানছে নিচে
উপর দিকে মশা
উপর-নিচের টানাটানিতে
পাগল হবার দশা।
ছারপোকা আর মশার জ্বালায়
পারছি না তো শুতে
আমার দশা দেখলে বলবেন
ধরছে কোনো ভূতে?
এমনি করে দাঁড়িয়ে বসে
কাটল সারা রাত
রাত্রী যেন শেষ হয় না
হয় না রে প্রভাত।
ভোরের আযান হওয়ার সাথে
নেমে এলাম নিচে
ঘুমো ঘুমো ভাবের মাঝেই
কাটিয়ে দিলাম বীচে।
ছবি ঃ ইন্টারনেট
Recent Comments