ছাদভোজন
শহীদুল ইসলাম প্রামানিক
বনভোজন তো অনেক খেলাম
ছাদভোজনটা বাকি
যেই ছাদের পর ভোজন হবে
সেই দালানেই থাকি।
কাশেম, কুতুব চাঁদা উঠালো
ছাদে হবে খাওয়া
রোষ্ট রেজালা সবই থাকবে
থাকবে খোলা হাওয়া।
ছাদের উপর ইট বিছিয়ে
চলছে মজার রান্না
ধোঁয়ার চোটে নাস্তানাবুদ
রাঁধুনির তাই কান্না।
এক পাশেতে ছামিয়ানা
নিচে রঙিন চাদর
হঠাৎ করে ধরল টেনে
বেওয়ারিশ এক বাদর।
সবাই টানে উপর দিকে
বাদর টানে নিচে
প্যারাত করে ছিঁড়ল চাদর
বাদরে দাঁত খিচে।
মুখটি বেজাড় কাশেম মিয়ার
অর্ধেক চাদর হাতে
খাওয়ার সময় কাউয়া এসে
ঠোকর দিল পাতে।
কাশেম চিল্লায় ছেই ছেই
কুতুব করে ধুর ধুর
কাকের পাখার বাতাস লেগে
গ্লাস ভেঙে চুড়মুড়।
কুকুর বিড়াল নাইরে তবু
সবাই করছে হই হই
ছাদভোজনে ভীষণ মজা
চলছে দারুণ হইচই।
বনভোজন আজ বনে নয়রে
করছে সবাই ছাদে
ছাদভোজনের পরে দেখবেন
ভোজন হবে চাঁদে।
ভোজন কথা ঠিকই থাকবে
নামটা হবে ভিন্ন
দু’দিন পরে দেখতে পাবেন
কত ভোজনের চিহ্ন।
Recent Comments