চিতই পিঠা
শহীদুল ইসলাম প্রামানিক
আয় ভাই পিঠা খাই
শুটকি ভর্তা মাখিয়ে
যদু মধু আশে পাশে
থাকে থাক তাকিয়ে।
ঝাল নুন শরষে বাটা
তৃপ্তি মিটিয়ে খাবো
ধনে পাতার ভর্তা খেলে
মজাটা বেশি পাবো ।
আলু ভর্তা বেগুন ভর্তা
সেটাও খাবো ভাই
কালিজিরা ভর্তা পেলে
আমার কোন মানা নাই।
শীতকালে শীতের পিঠা
খেতে বড় লাগে স্বাদ
যার ভাগ্যে জোটে না
জীবটা তার বরবাদ
Recent Comments