চাঁনপুর আর চান্দের ভাড়া
শহীদুল ইসলাম প্রামানিক
‘ওই রিক্সা যাবি নাকি
সামনের ওই চাঁনপুর’?
ব্যাটা দেখি কথা কয়না
বোবা, কালা, মূর্খ, মূঢ়।
রিক্সাওয়ালার বাঁকা কথা,
‘আমারে তো ডাকেন নাই
রিক্সাটারে ডাকছেন আপনি
উত্তর-টুত্তর দেই নাই তাই’।
‘ওই ব্যাটা যাবি নাকি,
ভাড়া নিবি কত রে’?
‘পঞ্চাশ টাকা ভাড়া নিমুÑ
খাটমু গায় গতরে,।
‘ওই ব্যাটা ঠ্যাটার বাচ্চা
চাঁনপুর তো দেখা যায়,
মাথার ঘিলু ঠিক আছে তো,
এতো কি কেউ ভাড়া চায়’?
‘দেখা গেলেই অল্প ভাড়া
এইটা যদি বিবেক কয়,
চাঁনপুর আর চান্দের ভাড়া
কখনো কি সমান হয়’?
ছবি ঃ ইন্টারনেট
Recent Comments