ঘুষের রাজ্য
শহীদুল ইসলাম প্রামানিক
শিকড় থেকে শিখর তরি
চলছে এখন ঘুষ
কেউবা নিচ্ছে কেউবা দিচ্ছে
চলছে নিরঙ্কুশ।
ফাইল ঠেকিয়ে নিচ্ছে কেহ
দিচ্ছে বাধ্য হয়ে
সৎ সততার নাইরে কদর
সমাজ যাচ্ছে ক্ষয়ে।
চায় না খেতে তরপরেতেও
দিচ্ছে হাতে গুঁজে
অনিচ্ছাতেও খাচ্ছে কেহ
কেউবা চক্ষু বুঁজে।
কেউবা খাচ্ছে ঘুষের টাকা
কেউবা চোরের মাল
কেউবা খাচ্ছে ক্রয় কমিশন
কেউবা রিলিফ চাল।
অসৎ পথে খাচ্ছে সবাই
কেউবা বিনয় করে
কেউবা খাচ্ছে চোখ রাঙিয়ে
কেউবা পেশীর জোরে।
খাচ্ছে সবাই বাদ নেই কেউ
কম বেশি সব খোর
ইচ্ছা কিংবা অনিচ্ছাতেও
খোর নয় তো চোর।
খাচ্ছে হারাম করছে আরাম
করছে জুলুমবাজী
ঘুষবিনে কেউ করছে না কাজ
হচ্ছে না কেউ রাজী।
কেউবা খাচ্ছে পাল্লা দিয়ে
কেউবা ধান্দায় পরে
কেউবা খাচ্ছে বাধ্য হয়ে
কেউবা প্যাচের ঘোরে।
নাস্তানাবুদ হচ্ছে সবাই
বিষম ঘুষের জ্বালা
জন্মের পরে শিশু বাচ্চাদের
আসছে ঘুষের পালা।
সৎ মানুষদের কঠিন জীবন
পোক্ত ঘুষের দল
সতের চেয়ে অসৎ তেজী
ঘুষেই তাদের বল।
দেশটা জুড়ে পাইনা খুঁজে
ঘুষ ছাড়া আর লোক
সৎ লোকেরা বড়ই দুর্বল
গিলছে শুধু ঢোক।
পিয়ন থেকে মন্ত্রী এমপি
সবাই খাচ্ছে ঘুষ
এই যুগে যে ঘুষ খায় না
মানুষ নয় বেহুশ।
রচনা কালঃ ২৯/০৭/২০১৫ইং
ছবিঃ আলোকিত বাংলাদেশ
Recent Comments