গরুর দুধে নাওয়া
(ছবি বাপ্পি সাহার সৌজন্যে)
শহীদুল ইসলাম প্রামানিক
গরুর দুধে নাইয়ে দিচ্ছে
লাজুক লাজুক কন্যা
জামা কাপড় যাচ্ছে ভিজে
বইছে দুধের বন্যা।
তরুণ যেন খুশির চোটে
ঢেলেই শুধু যাচ্ছে
লাজুক কন্যার মুখটি দেখে
কি যে মজা পাচ্ছে!
কোন দেশেতে এসব হয় গো
জানতে বড় ইচ্ছে
কোন কারণে গাভীর দুধ
কন্যার গায়ে দিচ্ছে?
হয় তো কোন উৎসব হবে
নয় তো ভালবাসা
এমন দৃশ্য সৃষ্টি করতে
কে করেনা আশা?
পুরানা পল্টন
রাত ১০:২০
১৬-০৪-২০১৫ইং
Spread the love
Recent Comments