খানদানি কোরবান
শহীদুল ইসলাম প্রামানিক
লক্ষ টাকার গরু কিনে
রাস্তার উপর বেঁধে
লোকজনকে বলেন দাম
নিজেই সেধে সেধে।
সকাল বেলা সবার আগে
গরু দিয়ে কোরবান
বিয়াই বাড়ি পাঠিয়ে দেন
আস্ত একটা রান।
ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি
জামাই বাড়ি দিয়ে
ইয়া বড় ফ্রিজ ভরেন
বাকী মাংস নিয়ে।
বছর ভরে সেই মাংসতে
চলে মজার খানা
নিজের কোরবান নিজে খেলে
কে করে ভাই মানা?
গরীব দুখী পায়না কিছুই
নিজেই খেয়ে খুশি
বিয়াই, জামাই আদর যত্নে
করেন তোষাতুষি।
এই ভাবেতে কোরবানীতে
কি যে মজা পান?
তাদের কাছে এটাই নাকি
খানদানি কোরবান
ছবিঃ গুগল
পুরানা পল্টন
রাত ৯টা ১০মিনিট
২৫-০৯-২০১৫ইং
155 total views , 1 views today
Recent Comments