ক্ষুধার জ্বালা
শহীদুল ইসলাম প্রামানিক
ছোট্ট শিশু হাত পেতেছে
পেটে ক্ষুধার জ্বালা
কোথাও কিছু পাচ্ছে নাতো
সবখানেতে তালা।
পাথিক মশায় দিচ্ছে ধমক
ভিক্ষা দেয় না কেহ
কয়দিনে সে অনাহারে
জীর্ন শীর্ণ দেহ।
অবশেষে এক পথিকের
জড়িয়ে ধরে পা
উপর দিকে তাকিয়ে আছে
মুখটা করে হা।
পা ধরাতে ওই পথিকে
ধমকে বলল যেন,
‘এই বয়সে পথিকদের তুই
পা ধরিস রে কেন’?
বলছে শিশু ওই পথিককে,
‘ক্ষুধার জ্বালায় মরি
একটু খাবার প্ওায়ার আসায়
পথিকের পা ধরি’।
বলছে পথিক, ‘এই বয়সে
কেমন করে বুঝলি
ক্ষুধার জ্বালা কেমন জ্বালা
কোথা থেকে শিখলি’?
ছোট্ট শিশু বিজ্ঞ নয় সে
দুর্বল দেহে চলে
বলতে গেলে কষ্ট লাগে
তারপরেতেও বলে।
‘ক্ষুধার জ্বালা শিখতে হয়না
বই পুস্তক পড়ে
লাগলে ক্ষুধা হুশ থাকে না
আপনি মাথা ঘোরে’।
পথিক মশায় এমন কথায়
হুশ হলো যে তার
শিশুর পানে তাকিয়ে থাকে
জবাব নাই তো আর।
ছবি ঃ গুগল
Recent Comments