কে দিল রে পাউরুটি নাম?
শহীদুল ইসলাম প্রামানিক
পাউরুটি ভাই খেতে মজা
নামটি চমৎকার
কে দিয়েছে এই নামটি
জানা হয়নি আর।
যুগ যুগ ধরে চলছে এ নাম
বাংলা-ভারত জুড়ে
কেমনে হলো– সেই প্রশ্নটা
খাচ্ছে কুঁড়ে কুঁড়ে।
হঠাৎ একদিন ইচ্ছে হলো
গেলাম কারখানায়
পাউরুটির কাজ দেখতে ছিলাম
কেমন করে বানায়।
আটা-ময়দার খামির করে
ডলতে ছিল পায়ে
টপ টপ ঘাম ঝরতে ছিল
তাদের সবার গায়ে।
আটা-ময়দা ঘামের মিশ্রন
অন্য রকম স্বাদ
না খেলে কেউ বলবো তাকে
জীবনটাই বরবাদ।
মনে হলো ‘পা’ দিয়েই তো
সব কাজ যে করে
খামির করতে আটা-ময়দা
হাত দিয়ে না ধরে।
পায়ের দ্বারা কাজ হয় বলে
‘পাও রুটি’ তাই নাম
বিবর্তনে ‘পাউরুটি’ আজ
তাই তো অনেক দাম।
Recent Comments