কসাই বেটার খিস্তি খেউড়
শহীদুল ইসলাম প্রামানিক
বাজার থেকে মাংস কিনে
এলাম যখন বাড়ি
একটু পরেই গিন্নি আমায়
দিল ভীষণ ঝাড়ি।
বলল রেগে, “মাংস কেনা
গেলে নাকি ভুলে?
বেশির ভাগই হাড্ডি চর্বি
দেখলাম পোটলা খুলে”।
“ওজনও তো কম কম লাগে
দেখবো নাকি মেপে”?
গিন্নির কথার খোঁচা খেয়ে
উঠলাম আমি ক্ষেপে।
যাচাই করতে পাল্লায় তুলে
বিড়াল হলাম ভাই
দুই কেজিতে দুইশ’ গ্রাম
মেপে দেখি নাই।
পরদিন গিয়ে কসাইয়ের কাছে
যেই বলেছি কম
কসাই বেটা খেউত করে
ছাড়ল যেন বোম।
রক্ত চক্ষু দাঁত খিঁচিয়ে
আসলে যেন তেড়ে
খিস্তি খেউড় উল্টা ধমক
হাঁকল গলা ছেড়ে।
কম দেয়াটা দোষ নয় তার
বলাটাই মোর দোষ
সেই কারণে ধমক দিয়ে
করছে যে ফোঁস ফোঁস।
অপরাধ করল কসাই বেটা
অপরাধী হলাম আমি
চুরি করেও এই সমাজে
চোর চোট্টারাই দামী।
Recent Comments