কপি করা কবি
শহীদুল ইসলাম প্রামানিক
অন্যের লেখা কপি করেই
অনেক হচ্ছেন কবি
এসব দেখে মিটে যাচ্ছে
কবিতা লেখার হবি।
মেধার বালাই থাক বা না থাক
কবির খাতায় নাম
মনের মধ্যে একট্ওু নাই
ধরা পরার বদনাম।
কবিতার অর্থ নষ্ট হবে
এই ভয়েতে ভাই
দাড়ি কমা সেমিকোলনটাও
বাদ দেয়না তাই।
এমন কবির কান্ড দেখে
না হেসে কি পারি
মাঝে মাঝে এই কবিরাই
উল্টো দেয়রে ঝাড়ি।
আসল কবিরা এখন কিন্তু
আছে ভীষণ ডরে
যদি কখনও এই কবিরাই
সত্বের মামলা করে।
নিজের নামে ছাপানো বই
খুলে দেখাবে যখন
আসল কবির প্রমাণ করা
কঠিন হবে তখন।
কিংবা যদি চুরির দায়ে
্উল্টো দেয়রে ফেঁসে
নিজের লেখায় নিজেই তখন
ঝুলতে হবে কেসে।
কখনো যদি এই কবিরা
নবেল পায়রে ভাই
অবাক হলেও বলা যাবে না
ভাবছি বসে তাই।
Recent Comments