আজকের বই মেলায়
শহীদুল ইসলাম প্রামানিক
মেলার ভিতর ঢুকতে গিয়ে
চ্যাপ্টা হলাম গেটে
তারপরেতেও পুরো মেলা
দেখলাম হেঁটে হেঁটে।
হায়রে একি ভিররে ভাই
ঢোকাই বড় দায়
কুনুইর গুঁতা খাওয়ার পরও
কেউ কি ফিরে চায়?
গুঁতা গাতি খাওয়ার পরও
গেলাম মেলার ভিতর
সবাই যেন বইয়ের পাগল
কেউ নাই যে ইতর।
বই নাড়ছে বই ঘাটছে
বই কিনছে যারা
কাঙ্খিত বই পাওয়ার পরে
বইয়েই আত্মহারা।
বইয়ের পাশে পেলাম যাদের
তারা ব্লগার ভাই
অনেক দিন পর দেখা পেয়ে
খুশির সীমা নাই।
কেউবা ধরে বুকে জড়িয়ে
কেউবা ধরে হাত
আবেগ যেন উপচে পড়ে
সবাই ব্লগার জাত।
পুরান ব্লগারের ভাবসাব দেখে
নতুন থাকে চেয়ে
তাদের মাঝেও মহানন্দ
হঠাৎ দেখা পেয়ে।
কাভা, তাজুল, নীলসাধু দা
কাওসার ভাই আর তারেক
মিলন, হামিদ, যুথি, মান্নান
লীলিয়ান আসল বারেক।
আরো অনেক এসেছিল
নামটি মনে নাই
এই অপরাধে তাদের কাছে
চাচ্ছি ক্ষমা তাই।
জী এস ভাইয়ের কপাল মন্দ
হলো না তার দেখা
আসাদ রহমান অটোগ্রাফে
লিখলেন কিছু লেখা?
এমনিভাবে অনেক সময়
কাটিয়ে দিলাম মেলায়
অনিচ্ছাতেও বেরিয়ে এলাম
লাইট নিভানোর ঠেলায়।
আসতে কি আর মন চায় ভাই
তারপরেতেও এলাম
বাসায় এসে হাত মুখ ধুয়ে
মাত্র ডাল-ভাত খেলাম।
(ছবিঃ তারেক মাহমুদ, নীল সাধু ও কাওসার ভাইয়ের ফেসবুক থেকে নেয়া)
Recent Comments