আজকের আড্ডা বা্উল কবি কোহিনুর ভাইয়ের বাসায়
ছবি-০১
আজ কোহিনুর ভাই খায় না খাওয়ায়।
(তবে দু’টি কথা বলে রাখিঃ আমাদের আজকের আড্ডাটি মূলত ব্লগার ফেরদৌসা রুহিকে নিয়ে। রুহি নাইজেরিয়া থাকে। প্রতিবছরই এই সময় বাংলাদেশে বেড়াতে আসে। তাকে উপলক্ষ করেই একেক দিন একেক বাসায় আড্ডার আয়োজন করা হয়। তবে বড় কথা হলো উপস্থিত যাদের দেখছেন তারা সবাই পুরানো ব্লগার। ব্লগিং করতে গিয়েই সবার সাথে পরিচয় এবং পরস্পরের বন্ধুত্ব। অর্ধযুগেরও বেশি সময় ধরে এমন আড্ডার আয়োজন হচ্ছে। আমাদের এই বন্ধুত্ব এখন আর নিজেদের মধ্যে নেই পুরো পরিবারের মধ্যে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা আড্ডায় বেশিরভাগ দম্পত্তি উপস্থিত থাকে। কে্উ কারো আত্মীয় স্বজন না হয়েও এক পরিবারের সাথে আরেক পরিবারের ঘনিষ্ঠতা দেখার মত। এখানেই আমাদের এই আড্ডার পরিপূর্ণতা। আজকের আয়োজক ছিলেন বাউল কবি কোহিনুর ভাই।)
ছবি-০২
এইভাবে কয়দিন খেলে বাসার ভাত আর মজা লাগবে না।
ছবি-০৩
কবি পাশা আজ খাওয়ায় ফাস্ট।
ছবি-০৪
কেউ খায় কেউ দেখে।
ছবি-০৫
আড্ডা কাহাকে বলে এবার দেখুন।
ছবি-০৬
আজকে কোহিনুর ভাই নিজে খাওয়ার চেয়ে আড্ডাবাজদের খাওয়ায়ে বেশি তৃপ্তি পাচ্ছে।
ছবি-০৭
মজাদার খাবার যত খায় ততই নেয়।
ছবি-০৮
কোহিনুর ভা্ই সেই মানিকগঞ্জ থেকে টাটকা বোয়াল মাছ নিয়ে এসেছেন, সবাইকে সেই বোয়াল মাছের বাটি দেখিয়ে দিচ্ছেন।
ছবি-০৯
এত এত পদের খাবার দেখলে এমনিতেই পেট ভরে যায়।
ছবি-১০
দু্ই পাশে দুইজন কবি মাঝখানে ফুলের রানী।
ছবি-১১
আড্ডায় নীলসাধু ভাই একাই একশ’।
ছবি-১২
আড্ডায় কবি ও ব্লগার শিমুল আপা বক্তৃতা দিচ্ছেন।
ছবি-১৩
স্বপ্নের ফেরিওয়ালার কথা শুনতে সবাই ঘাড় ঘুড়িয়েছে।
ছবি-১৪
আড্ডা ভালই জমেছে।
ছবি-১৫
আড্ডার শেষের দিকের ছবি।
Recent Comments