মায়ের হাতের ভাত
শহীদুল ইসলাম প্রামানিক
স্কুলে যাওয়ার আগে
মায়ের কাছে ভাত চাইতাম
মা হেঁশেলে মরিচ পুড়ে
নুন তেলে ডলে রাতের বাসি ভাত খেত দিত
সে কি স্বাদ!
শীতের সকালে
পিঠে রোদ লাগিয়ে
দাওয়ায় বসে বসে
কি আরামেই না খেতাম!
মা মারা যাওয়ার পর
খুব ইচ্ছা হলো একটু ভালো খাবো
তৃপ্তিসহকারে কিছু খাবো।
কত হোটেল রেস্তোরায় গেলাম
পাঁচ তারা, সাত তারা হোটেলে গেলাম
নামী দামী বিয়ে বাড়ির দাওয়াতে গেলাম
কিন্তু মায়ের হাতের সেই মরিচ ডলা ভাতের স্বাদ আর পেলাম না।
মায়ের হাতের মরিচ পোড়া লবন ভাত যেন অমৃত!
(ছবি ঃ গোগুল।)
183 total views , 1 views today
Recent Comments