ব্যাঙে বাজায় ঢোল
শহীদুল ইসলাম প্রামানিক
ঝিঁ ঝিঁ পোকায় চিঁ চিঁ করে
ব্যাঙে বাজায় ঢোল
খেক শিয়ালে সন্ধ্যা কালে
বাজায় গণ্ডগোল।
চামচিকাতে ঝগড়া করে
ইঁদুর করে আড়ি
তেলাপোকার ঠেলাঠেলিতে
উল্টে পড়ে গাড়ি।
চড়ুই পাখি কড়ই গছে
ফুরুৎ ফুরুৎ করে
ফড়িং লাফায় তিড়িং বিড়িং
রাস্তা ঘাটে মরে।
117 total views , 1 views today
Spread the love
Recent Comments