বদনা কাব্য
(20১৫ সালের জুলাই মাসে এই মিছিল হয়েছিল)
((ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে বদনাসহ টয়লেট চাই))
শহীদুল ইসলাম প্রামানিক
মদনারা সব বদনা নিয়ে
মিছিল করছে দেশে
হি-হি হা-হা অনেক লোকে
মিছেই মরছে হেসে।
দেশ স্বাধীনের অনেক পরে
এমন মিছিল হলো
বদনাবিহীন টয়লেট গিয়ে
কত লোক যে ম’লো।
ভদ্র কিংবা অভদ্র হোক
কোন ভেদাভেদ নাই
সবার জন্যই পানিসহ
বদনা একটি চাই।
হোকনা সেটা ভাঙ্গা, ভাল
কিংবা পিতল, কাসা
প্রয়োজন হলে দৌড় দিয়ে
বদনার কাছে আসা।
বদনা মিছিল নামটি শুনে
মুখ করে কেউ কালো
তুচ্ছ হলেও তাচ্ছিল্য নয়
কাজটা কিন্তু ভাল।
নারী পুরুষ নাই ভেদাভেদ
সবাই ভুক্তভুগী
বদনাবিহীন রাস্তাঘাটে
চলতে গেলেই রুগী।
ক্ষুধা নিয়েও দু’দিন কাটে
গোস্বা কিংবা রোসে
নি¤œচাপে দু’এক ঘন্টা
থাকতে পারবেন বসে?
ধন দৌলত আর প্রেম-প্রীতি
বদনার কাছে বন্দী
বদনা ছাড়া জীবন অচল
যতই করেন ফন্দী।
মূল চাহিদায় বদনা বড়
খাদ্যের পরে বটে
বদনা নিয়েই এই জগতে
অনেক কিছু ঘটে।
আন্দোলনের বিপক্ষতে
আছেন যারা দলে
বলেন দেখি জোর গলাতে
বদনা ছাড়া চলে?
রাজা-উজির প্রধানমন্ত্রী
হন না যতই নামী
জুলুম কালে সিংহাসন নয়
ভাঙ্গা বদনাই দামী।
সেগুন বাগিচা
সকাল ১১টা
২০/১১/২০১৪
((সৌজন্যে ঘাস ফুল। তার অনুরোধে লেখা))
(ছবি সংগ্রহ = সাদা মনের মানুষ।)
Recent Comments