পানি জলে ধর্ম দ্বন্দ
শহীদুল ইসলাম প্রামানিক
জল পানিতে দ্বন্দ লেগে
ভাগ হলোরে বঙ্গ দেশ
এপার ওপার দুই পারেতে
বাঙালিদের জীবন শেষ।
পানি বললে জাত থাকে না
ঈমান থাকে না জলে
এইটা নিয়েই দুই বাংলাতে
রেষারেষি চলে।
জল বললে কয় নাউযুবিল্লাহ
পানি বললে রাম
পানি, জলের চিপায় পড়ে
ধর্মের হয় বদনাম।
জলে নাকি আল্লাহ বেজাড়
পানিতে দেব দেবি
যুগ যুগ ধরে এই অজুহাত
দুই বাংলাতে দেখি?
সারা ভারত পানি বলে
বাংলায় বলে জল
এক জিনিষের দুইটি নামে
ধর্মে ধর্মে অটল।
জল হলো যে সংস্কৃত ভাষা
হিন্দী হলো পানি
ইংরেজিতে ওয়াটার বললে
হয় না ধর্মের হানি।
জাপান, জার্মান, ইউরোপেতে
সবাই যখন যায়
সব ধর্মের লোক এক গ্লাসে
ওয়াটার নামেই খায়।
কিন্তু যদি বাংলা ভাষায়
জল, পানি কেউ বলে
হিন্দু মুসলিম দাঙ্গা লেগে
লক্ষ প্রাণ যে টলে।
স্রষ্টা যেন জল পানিতে
বাংলায় হলো ভাগ
জানি নাকো কোন নামাতে
সৃষ্টি কর্তার রাগ।
কোন নামেতে তুষ্ট তিনি
কোন নামেতে বেজাড়
কোন নামেতে বিষম খুশি
কাটলে মানব ঘাড়?
ছবি ঃ ইন্টারনেট
Recent Comments