নাম পদবী উল্টে গেছে
শহীদুল ইসলাম প্রামানিক
আগের দিনে ‘চাষার বাচ্চা’
ছিল ভদ্রের গালি
এখন কিন্তু ‘চাষারা’ ভাই
উল্টো পায়রে তালি।
আগের দিনে ‘জমিদারদের’
বলতো বড় লোক
এখন কিন্তু আলসে বুঝায়
বললে পায় সে শোক।
আগের দিনে রাজনীতিতে
সবাই ছিল সাচ্চা
এখন কিন্তু কঠিন গালি
‘রাজনীতিকের বাচ্চা’।
আগের দিনে ‘নবাব’ ছিল
অনেক তালুক যার
এখন কিন্তু ‘নবাব’ বললে
হয়রে তিরস্কার।
আগের দিনে ‘লাট বাহাদুর’
পেত অনেক মান
এখন কিন্তু ‘লাট ভাই’ বললে
চমকে উঠে প্রাণ।
শব্দ কিন্তু বদলে নাই ভাই
বদলেছে তার মানে
সারা বাংলায় এসব কথা
সবাই এখন জানে।
নাম পদবী উল্টে গেছে
আগের দিন আর নাই
ভালো ভালো পদবীগুলো
গালি বুঝায় তাই।
ছবি ঃ গুগল
Recent Comments