কালী বাবা
(উৎসর্গ সাদা মনের মানুষ)
শহীদুল ইসলাম প্রামানিক
কালী বাবা কালি গায়ে
নাম হলো ইঞ্জিল
সারা দিনমান কথা কয়না
কেমন তাহার দিল।
লোহা-লক্কর গায়ে-গলায়
হাতেও লোহার বয়লা
দেখলে পরে বোঝাই যায় না
মানুষ নকি কয়লা।
কাপড়-চোপর বয়লা-মালা
কোথাও নাইকো ফাঁকা
মাথা থেকে পা পর্যন্ত
পুরোই কালি মাখা।
আরবী লেখা কাসার বাটি
সেটাই ভিক্ষার থালা
এমন বেশে থাকলে পরেও
নেই কোন তার জ্বালা।
শরীর জুড়ে কালি থাকায়
দেখতে ভুতের মত
হঠাৎ করে চাইলে পরে
আঁৎকে উঠে কত।
কেউবা তারে আদর করে
কেউবা করে ধিক্কার
কেউবা আবার তারে দেখে
দেয় জনমের চিৎকার।
কিসের ধান্দায় হর হামেশা
এমন বেশে থাকে?
জানি না ভাই কোন পাগলে
বুদ্ধি দিল তাকে।
কালী বাবা নাম দিয়েছে
মোদের কামাল ভাই
তার ছবিতেই ছন্দ কথা
লিখে গেলাম তাই।
Recent Comments